Header Ads

"চরম আর্থিক বঞ্চনার প্রতিবাদে যারা ধর্মঘট করতে পারলেন না..." তাঁদের বার্তা দিলেন বিজয়।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক এবং সরকারি কর্মীদের বঞ্চনা দিন দিন বেড়েই চলেছে এই অভিযোগে অনেকদিন আগেই পথে নেমেছে একাধিক রাজনৈতিক বা অরাজনৈতিক শিক্ষক এবং সরকারি কর্মী সংগঠন। প্রাথমিকে পিআরটি স্কেল, সরকারী কর্মীদের ডিএ, সম কাজে সম বেতন, পে কমিশন প্রভৃতি একাধিক দাবিতে আন্দোলন দেখেছে শহর কলকাতা সহ পুরো রাজ্য।
অন্যদিকে একাধিক দাবি নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছিল বামেরা যার মধ্যে একাধিক দাবি ছিল শিক্ষক এবং সরকারি কর্মীদের জন্যেও। ৪৮ ঘণ্টা ধর্মঘটের শেষ লগ্নে পৌঁছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিংহ জানালেন "রাজ্য সরকারের রক্ত চক্ষু ও ভয় ভীতিকে উপেক্ষা করে ৮ ও ৯ জানুয়ারি ২০১৯ যারা ধর্মঘট এ অংশগ্রহণ করেছেন সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।
চরম আর্থিক বঞ্চনার প্রতিবাদে যারা ধর্মঘট করতে পারলেন না তাদের সহ সব কর্মচারীদের আগামীতে দেশের ও রাজ্যের স্বার্থে এবং সীমাহীন আর্থিক বঞ্চনার প্রতিবাদে প্রত্যক্ষ সংগ্রামে যুক্ত হওয়ার জন্যে সর্বত্র প্রস্তুতি নেওয়ার আবেদন করছি।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.