Header Ads

বিজেপিতে যোগদানের পরেই গ্রেফতার সৌমিত্র খানের আপ্ত-সহায়ক!

নজরবন্দি ব্যুরো: গতকাল পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। আর আজ সবাইকে চমকে দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সৌমিত্র খান। তৃণমূল ছাড়া আর বিজেপিতে যোগ দানের কিছুক্ষণের মধ্যে গ্রেফতার হলেন সাংসদের আপ্ত-সহায়ক সুকান্ত দাঁ ওরফে গোপী। বে-আইনি অস্ত্র রাখার অভিযোগ এই গোপীর বিরুদ্ধে। আর এই অপরাধেই পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে বিষ্ণুপুরের ইসডিপিও সুকোমলকান্তি দাস। তিনি এও জানিয়েছেন আগে থেকে পুলিশি হেফাজতে ছিলেন কাদের খান। তার বয়ান অনুসারে গোপীকে অস্ত্র আইনে গ্রেফতার করা হয়।
এই প্রসঙ্গে গোপীর স্ত্রী স্বামীকে নির্দোষ দাবি করে বলেন," আমি চাই উনি সুস্থ ও স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে আসুন।
মঙ্গলবার বিকেলে এসডিপিও-র ফোন পেয়ে গোপী দেখা করতে যায়। আর তার পরেই গ্রেফতার করা হয়েছে ।"
আজ গোপীকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তুললে বিচারক তাঁকে দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.