Header Ads

মোদীর আগে রাজ্যে আসতে পারেন অমিত শাহ।

নজরবন্দি ব্যুরোঃ এখনও পর্যন্ত ঠিক রয়েছে ২৯ জানুয়ারি বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সূত্রের খবর ২৯ জানুয়ারি মোদি আসার আগে রাজ্যে আসবেন অমিত শাহ।
কলকাতায় সাংবাদিক সম্মেলন ও কোনও প্রেক্ষাগৃহে সভা করার পাশাপাশি রাজ্যে দু-তিনটি সভা করতে পারেন তিনি। এই ব্যাপারে বিজেপি-র রাজ্য নেতাদের সাথে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান ৫ জানুয়ারি কলকাতায় রাজ্য নেতৃত্ব বৈঠকে বসে অমিত শাহর সফর-সহ দলের কর্মসূচি চূড়ান্ত করবে।

রথযাত্রা যদি শুরু হয় তাহলে ২৯ জানুয়ারি মোদি ব্রিগেডে সভা করবেন নাকি ওইদিন রাজ্যের অন্য দুটি জায়গায় যেখানে রথ থাকবে সেখানে তাঁকে দিয়ে সভা করানো হবে। সেক্ষেত্রে ব্রিগেড পিছিয়ে ৭ ফেব্রুয়ারি করা হবে। এসবই অবশ্য আলোচনাস্তরে রয়েছে। ৫ জানুয়ারি কলকাতায় সবটাই চূড়ান্ত হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.