Header Ads

অলোক নাথের উপর ধর্ষণর অভিযোগ আনা হয়েছিল স্বার্থসিদ্ধির জন্যই জানালো আদালত।

নজরবন্দি ব্যুরোঃ বলিউডে মি-টুর ঝড়ে প্রথম কেঁপেছিল নানা পাটেকরের বিরুদ্ধে আনা তনুশ্রী দত্তের অভিযোগ। তারপর যৌন হেনস্থা নিয়ে একে একে বিভিন্ন সেলিব্রিটি মুখ খুলতে থাকেন।
সেই সময় অলোক নাথের বিরুদ্ধেও ধর্ষণর অভিযোগ তোলেন পরিচালক বিনীতা নন্দা। সেই মামলায় আলোক নাথকে আগাম জামিনে পান অলোক নাথ। মুম্বইয়ের এক কোর্ট চলছিল অলোক নাথের বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ মামলায় আগাম জামিনের শুনানি।

 সেই সময় অভিযোগকারী বিনীতা নন্দার বিরুদ্ধেই কার্যত রায় দেয় আদালত। আদালত জানিয়ছিল স্বার্থসিদ্ধির জন্য আলোক নাথের বিরুদ্ধে বিনীতা নন্দা ধর্ষণের অভিযোগ এনেছেন।এই মামলায় আদালত প্রশ্ন করেছিল ঘটনা ঘটবার পর পরই কেন বিনীতা পুলিশকে এই বিষয়ে কিছু জানাননি? ফলে আদালতের ধারণা অলোক নাথকে 'সম্ভবত' ফাঁসানোর জন্যই এমন অভিযোগ এতদিন বাদে এসে করছেন বিনীতা নন্দা।

 আদালত এইও বলেছিল কোনও রেকর্ড থেকেই স্পষ্ট নয় যে বিনীতাকে হুমকি দিয়েছিলেন অলোক নাথ।পরিচালক বিনীতার দাবি ছিল ১৯ বছর আগে তাঁকে ধর্ষণ করেন বিখ্যাত অভিনেতা অলোক নাথ।কিন্তু আদালত যখন বিনীতাকে ঘটনার তারিখ ও দিন নিয়ে প্রশ্ন করেন, তখন তার সঠিক কোনও জবাব দিতে পারেননি বিনীতা।ফলে কার্যত নিজের আনা মামলাতে নিজেই ফেঁসে যান পরিচালক বিনীতা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.