Header Ads

আফ্রিদি কি অভিনয় করছেন? কৌতূহল তাঁর ভিডিও ঘিরে।


নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট হওয়া একটি ভিডিয়োতে বিভিন্ন রূপে দেখা যাচ্ছে শাহিদ আফ্রিদিকে।
কখনও তাঁকে দেখে মনে হচ্ছে তিনি একজন চিকিত্সক, কখনও বা ট্যাক্সি চালক আবার কখনও তাঁকে দেখে মনে হচ্ছে কোনও কনস্ট্রাকশন সাইটের কর্মচারী। এই সব নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তবে কি তিনি অভিনয় করছেন? ব্যাপার টা পরিস্কার করে বলেননি স্বয়ং বুমবুম আফ্রিদিও। দেখুন ভিডিও।
https://www.instagram.com/p/BsDSSghl4gD/?utm_source=ig_embed
 https://www.instagram.com/p/BsDSSghl4gD/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.