Header Ads

মোদীর পরে এবার আচ্ছে দিনের স্বপ্ন দেখালেন তৃণমূলের যুবরাজ অভিষেক!

নজরবন্দি ব্যুরো: গতবারের লোকসভা নির্বাচনের আগে আচ্ছে দিনের কথা শুনিয়ে ছিলেন নরেন্দ্র মোদী। তিনি দেশের সব প্রতিটা লোকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মোদী সেই স্বপ্ন পূরণ করতে পারেন নি।
উল্টে সাধারণ মানুষের আর্থিক অবস্থা আগের থেকে আরও খারাপের দিকে এগিয়ে গিয়েছে। একাধিক সমীক্ষাতে উঠে এসেছে সেই চিত্র।

আর এবারের লোকসভা নির্বাচনের আগে আবার আচ্ছে দিনের স্বপ্ন দেখালেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথা থেকে পরিষ্কার লোকসভা নির্বাচনের আগে বাঙালি প্রধানমন্ত্রীর স্বপ্নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে প্রধানমন্ত্রী করার লড়াইয়ে নামতে চলেছে তৃণমূল।
অভিষেক জানান বাংলায় ৪২ টি আসন জিতলে কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রগতিশীল সরকার হবে।
আর এই সরকার ক্ষমতায় এলে গ্যাস সিলিন্ডারের দাম ৮২০ টাকার বদলে ৫০০ টাকা, পেট্রলের দাম ৫০ টাকা ও ডিজেলের দাম ৪০ টাকা করা হবে।

প্রশ্ন হল তৃণমূলের যুবরাজের এই প্রতিশ্রুতি বিশ্বাস করবে জনগণ? কারণ এর আগেও মোদী আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু এই পাঁচ বছরে দেশের মানুষের অবস্থা আগের থেকে খারাপের দিকে এগিয়ে গিয়েছে। আর সেই জায়গায় তৃণমূলের দেওয়া প্রতিশ্রুতি কতটা সাড়া ফেলবে এই নিয়ে শঙ্কা আছে রাজনৈতিক মহলে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.