এই যুগের নেতাজি মমতা! মঞ্চে প্রমাণ করেই ছাড়লেন ভাইপো অভিষেক।
নজরবন্দি ব্যুরো: গতকাল বারুইপুরের ব্রিগেডের এক প্রস্তুতি সভায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নেতাজির সাথে তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ওই একই মঞ্চে তখন বসে আছেন নেতাজির নাতি এবং যাদবপুরের সাংসদ সুগত বসু। অভিষেক বলেন," আশি বছর আগে এক বাঙালি দিল্লি চলোর ডাক দিয়েছিলেন। ঠিক আশি বছর পর আবার আর এক বাঙালি দিল্লি চলোর ডাক দিলেন।" এর পরে তিনি আরও বলেন, আশি বছর আগের সেই বাঙালি ছিলেন দক্ষিণ কলকাতার বাসিন্দা।
আশি বছর পরের এই বাঙালিও দক্ষিণ কলকাতার মানুষ।আশি বছর আগে সেই বাঙালি কংগ্রেস ছেড়েছিলেন। আশি বছর পরের এই বাঙালিও কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন।
গতকাল সভা থেকে ঠিক এই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্তমানের নেতাজি হিসাবে প্রমাণ করার মরিয়া চেষ্টা করলেন অভিষেক।
ওই একই মঞ্চে তখন বসে আছেন নেতাজির নাতি এবং যাদবপুরের সাংসদ সুগত বসু। অভিষেক বলেন," আশি বছর আগে এক বাঙালি দিল্লি চলোর ডাক দিয়েছিলেন। ঠিক আশি বছর পর আবার আর এক বাঙালি দিল্লি চলোর ডাক দিলেন।" এর পরে তিনি আরও বলেন, আশি বছর আগের সেই বাঙালি ছিলেন দক্ষিণ কলকাতার বাসিন্দা।
গতকাল সভা থেকে ঠিক এই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্তমানের নেতাজি হিসাবে প্রমাণ করার মরিয়া চেষ্টা করলেন অভিষেক।

No comments