Header Ads

এবার থেকে স্কুলে 'জয় ভারত' বলার নিয়ম চালু হতে চলেছে।

নজরবন্দি ব্যুরো: স্কুল পড়ুয়াদের জন্য নতুন নির্দেশিকা। স্কুল পড়ুয়াদের হাজিরার সময় আর ইয়েস স্যর বা প্রেজেন্ট স্যর বা উপস্থিত স্যর এই কথা গুলি আর চলবে না।
বলতে হবে জয় হিন্দ বা জয় ভারত। এমন ঘটনা ঘটতে চলেছে গুজরাতে।
ওই রাজ্যের স্কুল বোর্ড জানিয়ে দিয়েছে, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীকেই স্কুলে হাজিরার সময় জয় হিন্দ বা জয় ভারত বলতে হবে। গুজরাতের প্রতিটি জেলায় শিক্ষা আধিকারিকদের ২০১৯ সালের ১ জানুয়ারি থেকেই নয়া নিয়ম লাগু করার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.