Header Ads

এবার "মা-মাটি- মানুষের" রাজ্যে আলুর দাম না পেয়ে আত্মহত্যা কৃষকের

নজরবন্দি ব্যুরোঃ আলুর দাম না পাওয়ায় সংসারে অনটন। তার জেরেই আত্মহত্যা কৃষকের। ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচড়া পঞ্চায়েতের সরকারডাঙা গ্রামের।
মৃত কৃষকের নাম আম্বিয়া মল্লিক। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্থানীয় বিডিও জানিয়েছেন, এক কৃষকের আত্মহত্যার খবর তিনি পেয়েছেন। কী কারণে আত্মহত্যা তা প্রশাসন খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি।গত মরশুমে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আলু চাষ করেছিলেন ১৫ বিঘা জমিতে। ১২০০ বস্তা আলুর মধ্যে ২০০ বস্তা মাঠে রেখে বাকিটা হিমঘরে রাখেন।

 পরবর্তী সময়ে মাত্র ৩০০ বস্তা হিমঘর থেকে বের করতে পেরেছিলেন। কিন্তু দাম না পাওয়ায় বাকি আলু বের করতে পারেননি হিমঘর থেকে। চলতি মরশুমেও পরিবারের সোনা বন্ধক রেখে আলু চাষ করেন ওই কৃষক। জানা গিয়েছে, গত মরশুমের দাম না পেয়ে লোকসানে মানসিক অবসাদে ভুগছিলেন। শনিবার সকালে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.