"কারো সাথে ঝগড়া হলে তাকে খুন করো, আমি বুঝে নেব", পাঠ দিচ্ছেন শিক্ষক!
নজরবন্দি ব্যুরোঃ "কারো সাথে যদি ঝগড়া হয় তাকে মারো। দরকার পড়লে খুন করে ফেলো। তারপর আমার কাছে এসো। আমি বুঝে নেবো।" একথা গুলো বলছেন একজন শিক্ষক। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
গাজিপুরের সত্যদেব ডিগ্রি কলেজের এক সেমিনারে উপাচার্য রাজা রাম যাদব তার ছাত্রদের এমনই উপদেশ দিয়েছেন। তিনি বলেন, "পূর্বাঞ্চল বিশ্বদিদ্যালয়ের পড়ুয়া তো তারাই যারা পাহাড়ে লাথি মেরে জল বের করে দিতে পারে। যদি তোমরা পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হও তাহলে আমার কাছে কাঁদতে কাঁদতে কখনো এসো না। যদি কারো সাথে ঝগড়া হয় তাকে মারো। পারলে খুন করে দাও। তারপর আমার কাছে এসো। আমি বুঝে নেবো"।
রাজা রামের এই মন্তব্যের পরেই সমালোচনা শুরু হয়ে গেছে বিভিন্ন মহলে। যে শিক্ষকদের বলা হয় সমাজের পথপ্রদর্শক তারাই এই ধরণের শিক্ষা দেওয়ায় হতবাক প্রত্যেকেই। তবে এবিষয়ে তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি সংবাদ মাধ্যমের পক্ষে।
গাজিপুরের সত্যদেব ডিগ্রি কলেজের এক সেমিনারে উপাচার্য রাজা রাম যাদব তার ছাত্রদের এমনই উপদেশ দিয়েছেন। তিনি বলেন, "পূর্বাঞ্চল বিশ্বদিদ্যালয়ের পড়ুয়া তো তারাই যারা পাহাড়ে লাথি মেরে জল বের করে দিতে পারে। যদি তোমরা পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হও তাহলে আমার কাছে কাঁদতে কাঁদতে কখনো এসো না। যদি কারো সাথে ঝগড়া হয় তাকে মারো। পারলে খুন করে দাও। তারপর আমার কাছে এসো। আমি বুঝে নেবো"।

No comments