নীরব মোদি রয়েছেন ব্রিটেনে জানালো ব্রিটিশ প্রশাসন।
নজরবন্দি ব্যুরোঃ ফেরার হিরে ব্যবসায়ী নীরব মোদি আজ এখানে তো কাল এখানে।
রীতিমতো চড়কিপাক খাচ্ছে তদন্তকারী সংস্থা। সম্প্রতি ব্রিটিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত
করে ভারতকে জানানো হয়েছে, ফেরার ব্যাঙ্ক প্রতারক নীরব মোদি তিনি ব্রিটেনে রয়েছেন।
বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিংকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি এই তথ্য রাজ্যসভায় পেশ করেন। ভিকে সিং জানান, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অফ ম্যানচেস্টার এই দেশের গোয়েন্দাদের জানিয়েছে যে তারা তদন্ত করে নীরব মোদির উপস্থিতি ব্রিটেনে পেয়েছে।
তিনি আরও বলেন, '২০১৮ সালে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সিবিআই এবং ইডি ব্রিটিশ প্রশাসনকে
অনুরোধ করে নীরব মোদির প্রত্যাবর্তনের জন্য।'

No comments