অসুস্থ কাদের খানের আরোগ্য কামনা করে টুইট বিগ বি-র।
নজরবন্দি ব্যুরোঃ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান অভিনেতা কাদের
খান। শরীর এতটাই খারাপ যে বর্ষীয়ান অভিনেতাকে স্পেশ্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।
বর্তমানে ছেলে সরফরাজ এবং পুত্রবধূ শহিস্তার সঙ্গে কানাডাতে বসবাস করছেন অভিনেতা কাদের
খান।
শারীরিক অসুস্থতাজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তড়িঘড়ি কাদের
খানকে নর্মাল ভেন্টিলেটর থেকে স্পেশ্যাল ভেন্টিলেটরে রাখা হয়।কাদের খানের অসুস্থতা
নিয়ে টুইট করেছেন অমিতাভ বচ্চন। অভিনেতার ছবি পোস্ট করে অমিতাভ তাঁর দ্রুত আরোগ্য কামনা
করেছেন। অমিতাভের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন কাদের খান।

No comments