Header Ads

ভোট যুদ্ধে হিরো-গিরি দেখাতে ব্যর্থ হিরো আলম! প্রাপ্ত ভোট ৬৩৮

নজরবন্দি ব্যুরো: বাংলাদেশে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম হিরো আলম। তাঁর প্রচুর ফ্যান বাংলাদেশে। অথচ এবারের ভোটের ময়দানে যাচ্ছেতাই ভাবে হারলেন এই অভিনেতা।
গতকাল বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ছিল।
সেখানে তিনি আলাদা ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি প্রার্থী হয়েছিলেন বগুড়া -৪ নম্বর কেন্দ্র থেকে।
নির্বাচনী ফল ঘোষণার পর দেখা গেল হেরেছেন হিরো আলম। মাত্র ৬৩৮ টি ভোট পেয়েছেন তিনি। ওই কেন্দ্রে মোট ভোটার ৩ লক্ষ ১২ হাজার ৮১ টি। সেই তুলনায় হিরো আলমের প্রাপ্ত ভোট যে সামান্য তা বলাই চলে। এই বাগুড়া -৪ কেন্দ্রে জিতেছেন বিএনপি-র প্রার্থী মোশারফ হোসেন।
তবে এই খবর বাংলাদেশ সূত্রে পাওয়া। কারণ এখনও সরকারি ভাবে কিছু জানানো হয় নি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.