Header Ads

আক্রান্ত সিপিআইএম রাজ্য সম্পাদক, অভিযুক্ত বিজেপি! প্রতিবাদ মিছিল বামেদের।

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই পালাবদল হয়েছে ত্রিপুরায়, লাল সরিয়ে এখন ক্ষমতায় গেরুয়া ব্রিগেড। কিন্ত পরিবর্তনের পর থেকেই শুরু হয় বামপন্থীদের প্রতি আক্রমন। লেনিনের মূর্তি ভাঙা থেকে শুরু করে বামেদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, মার সব কিছুই চলেছে। সেই আক্রমন যে থামেনি তাঁর প্রমাণ মিলল আবার।
অভিযোগ শুক্রবার ত্রিপুরার বিশালগড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাশ। এদিন উদয়পুর থেকে আগরতলা ফেরার পথে বিশালগড়ে তাঁর গাড়ি যানজটে আটকে পড়ে। সেসময় বিজেপি-র পরিচিত দুষ্কৃতকারীরা তাঁর গাড়িতে হামলা চালায়। তাঁকে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করে তাঁরা, ঘুষিও চালায়। গাড়ির চালক দ্রুততার সঙ্গে গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ায় বড় আঘাত থেকে রক্ষা পান গৌতম দাশ।
সিপিআই(এম) পশ্চিবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্য মিশ্র এই আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, ‘‘ত্রিপুরায় বিরোধী দল ও সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার বিপন্ন। বিজেপি-আশ্রিত দুর্বৃত্ত বাহিনী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সব স্তরের নির্বাচন ও উপনির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। এই দুর্বৃত্তরা যে প্রশাসনের মদত পাচ্ছে, তার প্রমাণ গৌতম দাশের ওপরে বেপরোয়া হামলা। পশ্চিমবঙ্গে যেখানে সভা-সমাবেশ, মিছিল হচ্ছে সর্বত্রই এই হামলার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।’’

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.