Header Ads

মনমোহনের পর এবার মোদী কে নিয়ে সিনেমা! নাম 'চৌকিদার হি চোর হ্যায়'!!

নজরবন্দি ব্যুরোঃ বলিউডি ছবি 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' যখন আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে তখনই মোদীকে নিয়ে ছবি তৈরির কথা জানালেন দলিত নেতা জিগনেশ মেভানি। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নরেন্দ্র মোদীকে নিয়ে ছবি বানাবেন তিনি।
শাহরুখ, আমির কিংবা সলমন অভিনীত কোনো ছবির চাইতেও বেশি ভালো ব্যবসা করবে সেই ছবি। ছবির নাম রাখবেন 'চৌকিদার হি চোর হ্যায়'। এভাবেই মোদীকে খোঁচা দিলেন জিগনেশ মেভানি। সাক্ষাৎকারে মোদী এবং বিজেপিকে তুলোধোনা করেন মেভানি। শবরীমালা ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন করে তিনি বলেন, এই ধরণের প্রগতিশীল রায়ের বিরোধিতা করে বিজেপি।
গুজরাটে দলিত মহিলাদের দুরবস্থার কথা উল্লেখ করতেও ভোলেননি তিনি। প্রতিদিন ১২ জন দলিত মহিলা ধর্ষিতা হন, পরিসংখ্যান তুলে ধরেন তিনি। মোদী সরকারের ভাবমূর্তি মানুষের কাছে প্রস্ফুটিত হচ্ছে দিনদিন। ডিমানিটাইজেশন, জিএসটি সহ বিভিন্ন বিষয়ে মানুষ বিশ্বাস হারিয়েছেন। তার ফল মিলেছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে। লোকসভা ভোটের আগে বিজেপির অস্বস্তি কয়েকগুন বাড়িয়ে দিলেন জিগনেস মেভানি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.