ভারতের বুমবুম বুমরাহ,যাকে ভয় পান না এমন ব্যাটসম্যান বিশ্বে নেই! পড়ুন বিস্তারিত
অরুনাভ সেনঃ ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকেই বলছেন ভারত সম্ভবত সর্বকালের সেরা পেস আক্রমন নিয়ে এখন টেষ্ট খেলছে৷ কপিল দেব বা জাহির খান,এরা জোরে বল করতেন,কিন্তু আক্ষরিক অর্থে তারা মিডিয়াম পেসার ছিলেন৷গতির থেকে তাদের বড় অস্ত্র ছিল স্যুইং৷পরে শ্রীনাথ এসেছেন যতেষ্ট গতিতে বল করতেন কিন্তু একই সঙ্গে চার-পাঁচ জন বিশ্ব মানের পেস বোলার আর কখনও ভারতীয় দলে দেখা যায়নি যারা নিয়মিত ১৪০কিমি গতিতে বল করতে পারেন৷তবে শামি,ইশান্ত বুমরাহের মধ্যে অবশ্যই এক নম্বর বুমরাহ৷
যশপ্রীত বুমরাহের মতো প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পাল্টা বাউন্সারে ঝাঁঝরা করে দিতে পারেননি কেউ।একদম জেন্যুইন ম্যাচ উইনিং ফাস্ট বোলার৷যার অস্ত্র ভান্ডারে সব অস্ত্র আছে৷নিখুঁত লাইন লেংথ,এক্সপ্রেস গতি,নতুন বলে স্যুইং করানোর সঙ্গে পুরনো বলে রিভার্স স্যুইং করানোর ক্ষমতা৷স্পিনের দেশ ভারতের ফাস্ট বোলার বুমরাহের বাউন্সারে কাঁপছে অজি ওপেনার এটি দেখা যতটা না দৃশ্যসুখ তার থেকেও বোধহয় বড় মাইলফলক ভারতীয় পেসারদের ভয় পাচ্ছে বিদেশের ব্যাটসম্যানেরা যাদের পেস বল খেলার দক্ষতা সহজাত৷সবমিলিয়ে এটুকু বলা যায় বুমরাহ,শামি,ইশান্ত,ভুবনেশ্বর,কিংবা উমেশরা আগামীদিনে দলকে বিদেশের মাটিতে দেশকে আরও জেতাবেন৷অন্তত ক্রিকেট সমালোচকদের সমালোচনা কিছুদিনের জন্য বন্ধ হবে বিদেশের ঘাসে ভরা পিচে ভারত টেষ্ট জিততে পারে না৷মেলবোর্ন টেষ্ট জয় ভারতীয় ক্রিকেটে নিঃসন্দেহে একটি বড় মাইলফলক৷
বিদেশের সবুজ পিচে বিরাট কোহলির ভারত জিততে পারে এটা কিন্তু বারবার প্রমানিত হচ্ছে৷অজি অধিনায়ক টিম পেন মেলবোর্নে হেরে অজুহাত দিয়েছেন ভারত যদি বিরাট ও পূজারাকে বাদ দিয়ে খেলে তাহলে টিম ইন্ডিয়াও নাকি অজিদের মত খেলবে৷এসব আসলে পরাজিতদের অজুহাত৷অজি মিডিয়ার মত অজি অধিনায়কের প্রলাপ৷আসলে ম্যাকগ্রা,ওয়ার্ন,পন্টিং,হেডেন,বর্ডারদের দেশের ক্রিকেট পন্ডিতরা বুঝতে চাইছেন না কিংবা স্বীকার করতে কষ্ট পাচ্ছেন বর্তমান অষ্ট্রেলিয়া দলটির থেকে বিরাট কোহলির টিম ইন্ডিয়া ব্যাটিং-বোলিং দুই বিভাগে অনেক ব্যালান্সড৷ভারতের আছে অধিনায়ক কোহলি থেকে পূজারার মত বিশ্বমানের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান৷যারা বিশ্বের যেকোনও বোলিং আক্রমনকে প্রতিহত করে মাঠে বড় রান করবেনই৷তাদের রান না করতে পারা আসলে একটা দূর্ঘটনা৷উল্টোদিকে আছে ভারতীয় পেস ব্যাটারি যারা এই মুহূর্তে ওয়েষ্ট ইন্ডিজের স্বর্ণযুগের ফাস্ট বোলারদের এক বছরের উইকেট প্রাপ্তিকে ছাড়িয়ে গিয়েছেন৷বুমবুম বুমরাহ,শামি,ইশান্ত এখন বিপক্ষের ব্যাটসম্যানদের হয়ত স্বপ্নে দেখা বিভাষীকা৷যে নিন্দুকরা বলতেন ভারত বিদেশে সবুজ পিচে জিততে পারে না৷
তাদের উত্তর দিচ্ছেন বুমবুম বুমরাহ,বিরাট কোহলি৷এডিলেড,এবং মেলবোর্নে জয়ের পর নিন্দুককে এবার মুখ বন্ধ রাখতে হবে,বরং দক্ষিন আফ্রিকা,নিউজিল্যান্ড,অষ্ট্রেলিয়ার অধিনায়কদের এখন আর ভারতের বিরুদ্ধে তাদের দেশে মনের মত ঘাসের পিচ তৈরি করার সিদ্ধান্ত নিয়ে দুবার ভাবতে হবে৷কারন ভারতের আছে বুমবুম বুমরাহ,যার তূনে আছে একপ্রেস গতি,দুদিকে স্যুইং করার ক্ষমতা,পুরনো বলে রিভার্স স্যুইংয়ের অনন্য দক্ষতা,সঙ্গে আছে নিঁখুত লাইন,লেংথ ও ইয়র্কার৷সবমিলিয়ে এটা বলা যায় কোহলি যদি ভারতীয় ব্যাটিংয়ের সেরা হন,তবে বোলিংয়ে এই মুহুর্তে ভারতের সেরা অস্ত্র বুমবুম বুমরাহ৷
যশপ্রীত বুমরাহের মতো প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পাল্টা বাউন্সারে ঝাঁঝরা করে দিতে পারেননি কেউ।একদম জেন্যুইন ম্যাচ উইনিং ফাস্ট বোলার৷যার অস্ত্র ভান্ডারে সব অস্ত্র আছে৷নিখুঁত লাইন লেংথ,এক্সপ্রেস গতি,নতুন বলে স্যুইং করানোর সঙ্গে পুরনো বলে রিভার্স স্যুইং করানোর ক্ষমতা৷স্পিনের দেশ ভারতের ফাস্ট বোলার বুমরাহের বাউন্সারে কাঁপছে অজি ওপেনার এটি দেখা যতটা না দৃশ্যসুখ তার থেকেও বোধহয় বড় মাইলফলক ভারতীয় পেসারদের ভয় পাচ্ছে বিদেশের ব্যাটসম্যানেরা যাদের পেস বল খেলার দক্ষতা সহজাত৷সবমিলিয়ে এটুকু বলা যায় বুমরাহ,শামি,ইশান্ত,ভুবনেশ্বর,কিংবা উমেশরা আগামীদিনে দলকে বিদেশের মাটিতে দেশকে আরও জেতাবেন৷অন্তত ক্রিকেট সমালোচকদের সমালোচনা কিছুদিনের জন্য বন্ধ হবে বিদেশের ঘাসে ভরা পিচে ভারত টেষ্ট জিততে পারে না৷মেলবোর্ন টেষ্ট জয় ভারতীয় ক্রিকেটে নিঃসন্দেহে একটি বড় মাইলফলক৷
তাদের উত্তর দিচ্ছেন বুমবুম বুমরাহ,বিরাট কোহলি৷এডিলেড,এবং মেলবোর্নে জয়ের পর নিন্দুককে এবার মুখ বন্ধ রাখতে হবে,বরং দক্ষিন আফ্রিকা,নিউজিল্যান্ড,অষ্ট্রেলিয়ার অধিনায়কদের এখন আর ভারতের বিরুদ্ধে তাদের দেশে মনের মত ঘাসের পিচ তৈরি করার সিদ্ধান্ত নিয়ে দুবার ভাবতে হবে৷কারন ভারতের আছে বুমবুম বুমরাহ,যার তূনে আছে একপ্রেস গতি,দুদিকে স্যুইং করার ক্ষমতা,পুরনো বলে রিভার্স স্যুইংয়ের অনন্য দক্ষতা,সঙ্গে আছে নিঁখুত লাইন,লেংথ ও ইয়র্কার৷সবমিলিয়ে এটা বলা যায় কোহলি যদি ভারতীয় ব্যাটিংয়ের সেরা হন,তবে বোলিংয়ে এই মুহুর্তে ভারতের সেরা অস্ত্র বুমবুম বুমরাহ৷

No comments