Header Ads

ভোটের আগে ফের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা।



নজরবন্দি ব্যুরোঃ রাত পহালেই নির্বাচন। আর তাঁর ঠিক আগে  ফের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা। এবার উত্তরের জনপদ ঠাকুরগাঁও সদর উপজেলার একটি হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, এনিয়ে ঠাকুরগাঁও উপজেলায় হামলা হয়েছে তিনটি হিন্দু পরিবারের উপর। বৃহস্পতিবার রাতে আখানগর ইউনিয়নের ঝাপড়তলি গ্রামের আনন্দ চন্দ্র বর্মণের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। এছাড়াও শুক্রবার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া শাহপাড়া গ্রামে কৃষ্ণ ঘোষের এবং আখানগর ইউনিয়নের মধ্যঝাড়গাঁও গ্রামের যাত্রু বর্মণের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।


 আক্রান্ত আনন্দ চন্দ্র বর্মণ বলেন, 'হিন্দু সম্প্রদায়ের মানুষদের পরিকল্পনামাফিক আতঙ্কিত করার চেষ্টা চালানো হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেন ভোট দিতে যেতে না পারি তাই এই হামলা। ' আখানগর ইউনিয়ন পরিষদের সভাপতি নুরুল ইসলাম বলেন, 'এ নিয়ে আমার এলাকার দুটি হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক পুলিশ।'


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.