Header Ads

পুজর আগে বৃষ্টি হলেও পঞ্চমী থেকে আকাশ থাকবে পরিষ্কার। পূর্বাভাস হাওয়া অফিসের।


নজরবন্দি ব্যুরোঃ  কয়েকদিন থেকেই আশঙ্কার মেঘ জমছিল এবার সেটা রীতিমতো চেপে বসল দক্ষিণবঙ্গের পুজোর আকাশে
হোঁচট খাওয়া মুখে প্রাক পুজোর প্রস্তুতি দক্ষিণ বঙ্গোপসাগর আন্দামান লাগোয়া যে নিম্নচাপ ঘিরে এত চিন্তা, সেটি দু দফায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে সোমবার জানিয়েছে হাওয়া অফিসআলিপুর হাওয়া অফিসের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, বুধবার  আকাশ ঢেকে যেতে পারে কালো মেঘে

বৃষ্টি শুরু হবে ওইদিনই চলতে পারে শনিবার চতুর্থী পর্যন্ত মাঝখানে বৃহস্পতি শুক্র, অর্থাত্দ্বিতীয়া তৃতীয়ায় বর্ষণ ভাসাতে পারে রাজ্য।  তবে আশার কথা, রবিবার পঞ্চমী থেকে আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যেতে পারে "প্রাক পুজোর আমেজ মার খেলেও আসল পুজোর দিনগুলিতে প্রকৃতি সদয় থাকবে বলেই মনে হচ্ছে আরও দু'দিন গেলে ছবিটা পরিষ্কার হবে"-জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দে্যাপাধ্যায়

Theme images by lishenjun. Powered by Blogger.