Header Ads

স্কুলে তুমুল মারামারি শুরু করলেন দুই শিক্ষিকা। ভর্তি করতে হল হাসপাতালে।

নজরবন্দি ব্যুরোঃ বিদ্যালয়ে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সহবৎ শিক্ষাও হয় পড়ুয়াদের। সেই পাঠ তাদের দেন শিক্ষক শিক্ষিকারা। কিন্তু শিক্ষক শিক্ষিকারাও যদি কান্ডজ্ঞান হারিয়ে হাতাহাতিতে নামেন তখন ঠিক কি পরিস্থিতি হয়?

এরকম ঘটনাই ঘটলো মহিষাদলের গোপালপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে৷ পুজোর আগে আজ শেষ ক্লাস ছিল। স্বাভাবিক গতিতেই এগোচ্ছিল সব কিছু৷ হঠাৎ ছাত্রছাত্রীরা দেখে, স্কুলের দুই শিক্ষিকা রীতিমতো তুমুল মারামারি শুরু করেছেন। অভিযোগ, এক শিক্ষিকার ছেলের পরীক্ষার খাতা লোপাট করে দিয়েছেন আরেক শিক্ষিকা। এই নিয়ে বচসা থেকে হাতাহাতি শুরু হয়৷ মারামারিতে আহত দুজন শিক্ষিকাকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এরপর থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
Theme images by lishenjun. Powered by Blogger.