Header Ads

আদালতের নির্দেশ, কাল থেকে আবার প্রকাশিত হবে ত্রিপুরা সিপিআইএমের মুখপত্র। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ গত ৪০ বছর ধরে প্রকাশিত হতে থাকা ত্রিপুরা সিপিআইএমের দৈনিক মুখপত্র 'ডেইলি দেশের কথা'র স্বীকৃতি বাতিল করে দিয়েছিল আরএনআই।

দু’দিন আগে ওই কাগজ পরিচালনার নতুন ট্রাস্টকে প্রকাশনার শংসাপত্র দিয়েও রাতারাতি আরএনআই তা প্রত্যাহার করে নেয় এবং কারণ দেখানো হয় পশ্চিম ত্রিপুরার জেলাশাসক আরএনআই-কে জানিয়েছেন, এসডিএমের দেওয়া প্রকাশনার ছা়ড়পত্র ফিরিয়ে নেওয়া হচ্ছে!

সিপিআইএম অভিযোগ করে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপির চাপে পড়েই  'ডেইলি দেশের কথা'র প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয় সিপিআইএম।আজ ত্রিপুরা হাইকোর্ট জেলাশাসকের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে। ফলে আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফের প্রকাশিত হবে ত্রিপুরা সিপিআইএমের দৈনিক মুখপত্রের 'ডেইলি দেশের কথা'।
Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.