Header Ads

মহেশতলায় তৃণমূল ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ ১৫০০ কর্মী।



নজরবন্দি ব্যুরো: মহেশতলায় তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন হাজার-খানেক কর্মী। এসেছেন দু'একজন এলাকার চেনা মুখও।
তাঁদের মধ্যে আছেন তৃণমূল নেতা অমলেশ সরকার। তিনি মহেশতলার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ছিলেন। এছাড়াও BJP-তে যোগ দিয়েছেন রুবি বন্দ্যোপাধ্যায়। তিনি হাইকোর্টের অ্যাডভোকেট তথা কংগ্রেস নেত্রী। রুবির হাত ধরে ৫০০ কংগ্রেস কর্মীও বিজেপিতে যোগ দিয়েছেন।
মহেশতলায় অমলেশের সঙ্গে বেশ কিছুদিন ধরে তৃণমূল নেতৃত্বের বিরোধ চলছিল বলে দাবি এলাকার লোকেদের। অমলেশবাবুও তলে তলে মুকুল রায়ের সঙ্গে কথা চালাচ্ছিলেন। গতকাল তিনি বিজেপি-তে যোগ দেন। রুবি বন্দ্যোপাধ্যায় বহু পুরোনো কংগ্রেস কর্মী ওই এলাকার।অধীর চৌধুরীকে প্রদেশ সভাপতি পদ থেকে সরিয়েও দেওয়ায় দলের উপর ক্ষুব্ধ ছিলেন তিনি। আর সেই কারণে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। 
Theme images by lishenjun. Powered by Blogger.