Header Ads

গণধোলাই তৃণমূল কাউন্সিলরকে!

নজরবন্দি ব্যুরো: সরু গলি, তার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। আর তাঁকে বেধড়ক মারধর করছেন স্থানীয় বাসিন্দারা। সেই দলে মহিলাদের সংখ্যাই বেশি।  ছিঁড়ে গিয়েছে পরনের জামা-প্যান্ট।

এই ঘটনাটি ঘটে আজ হুগলীর উত্তরপাড়া-কোতরং পুরসভা এলাকায়। যিনি মার খাচ্ছিলেন তাঁর নাম সুমিত চক্রবর্তী। তিনি ওই পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর যাঁরা তাঁকে মারছেন, তাঁরা একই পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের লোকজন।

এলাকা সূত্রে খবর,বেশ কিছুদিন ধরে ওই কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছিল এলাকার বাসিন্দাদের মধ্যে। সকাল থেকেই তিনি এলাকার বাইরে ছিলেন। বেলার দিকে আচমকা এলাকায় তাঁকে দেখা যায়। আর তাতেই এই ভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।  
Theme images by lishenjun. Powered by Blogger.