Header Ads

নেই শিক্ষক, ক্লাস নেয় পড়ুয়ারাই।প্রকাশ্যে এলো রাজ্যের শিক্ষকহীন দুর্দশাগ্রস্ত স্কুলের চিত্র।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বন্ধ শিক্ষক নিয়োগ। সংকটে শিক্ষা ব্যবস্থা। শিক্ষকের অভাবে শিকেয় উঠেছে পঠনপাঠন। শেষপর্যন্ত স্কুলে নিয়ে পড়াশুনো করার বদলে উল্টে ক্লাস নিতে হচ্ছে অপেক্ষাকৃত নিচু ক্লাসের পড়ুয়াদের। শিক্ষকের অভাবে রাজ্যের শিক্ষাব্যবস্থার চিত্র এখন করুণ। দীর্ঘদিন ধরে বন্ধ নিয়োগ। ফলে চরম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে নদীয়ার তেহট্টের শ্রীরামপুর স্পেশাল ক্যাডার প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। শিক্ষকের অভাবে চতুর্থ শ্রেণীর পড়ুয়ারাই বাধ্য হয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর ক্লাস নিচ্ছে৷ স্কুলে পৌঁছে দেখা যায় এরকম চিত্র। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলে মোট ১৬৯ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক ছিলেন মোট ৭ জন। তার মধ্যে বর্তমানে তিন জন বদলি হয়ে গেছেন ও দুজন ভোটার তালিকার কাজে রয়েছেন। বাকি রইলেন মাত্র ২ জন শিক্ষক। এদের পক্ষে সব ক্লাস নেওয়া সম্ভব হয়না৷ তাই বাধ্য হয়ে উঁচু ক্লাসের পড়ুয়াদের অপেক্ষাকৃত নিচু ক্লাসের ক্লাস নিতে হয়৷ আক্ষেপের সুরে তিনি বলেন, আমি নিরুপায়।
শিক্ষকের অভাবে যখন ধুঁকছে অসংখ্য স্কুল ঠিক তখনই চাকরির অভাবে দিনের পর দিন বেকার জীবন কাটাচ্ছেন অসংখ্য শিক্ষিত বেকার যুবতী। সরকারের কাছে বারবার অনুরোধ-অভিযোগ-দাবি জানিয়েও কোনো কিছুতেই কাজ হয়নি। ক্রমাগত নীচে নামছে শিক্ষার মান৷ ক্রমশ ক্ষোভ বাড়ছে চাকরি প্রার্থীদের মনে। কবে হুঁশ ফিরবে সরকারের? প্রশ্ন সমাজের বিভিন্ন স্তরে।
Theme images by lishenjun. Powered by Blogger.