Header Ads

তালিবান হামলা আফগানিস্তানে, মৃত ১৫ নিরাপত্তারপক্ষী।

নজরবন্দি ব্যুরোঃ আফগানিস্তানে ফের তালিবান জঙ্গি হামলা। সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৫ জন নিরাপত্তারক্ষীর। আহত ২৬।
আফগানিস্তানের জাউজান প্রদেশে একাধিক সেনা ছাউনিতে হামলা চালায় তালিবান জঙ্গিরা। পাল্টা আক্রমণ চালায় আফগান বায়ুসেনা। তবে এলাকাটি এখনো তালবান কবলমুক্ত করা সম্ভব হয়নি। জঙ্গি-নিরাপত্তারক্ষী সংঘর্ষে নিহত হয়েছে ৩০ জন তালিবান জঙ্গি।
Theme images by lishenjun. Powered by Blogger.