নির্বাচনী প্রচারে ম্যাজিশিয়ানদের মাঠে নামাবে বিজেপি!
নজরবন্দি ব্যুরো: সামনেই ২০১৯-এর লোকসভা নির্বাচন। তবে তার আগে চলতি বছরে নভেম্বরে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের পূর্বেই ভোটারদের কাছে গেরুয়া শিবিরের কাজের খতিয়ান পৌঁছে দেবে ম্যাজিশিয়ানরা! যা রাজনীতির ময়দানে এই প্রথম।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত ১৫ বছরে দল কি কাজ করেছে সেইসব কাজ তুলে ধরবে ম্যাজিশিয়ানরা। এর পাশাপাশি পূর্ববর্তী সরকার কি কাজ করেছে চলবে সেই তুলনাও, জানান মধ্যপ্রদেশে বিজেপির মুখপাত্র রজনীশ আগরওয়াল।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত ১৫ বছরে দল কি কাজ করেছে সেইসব কাজ তুলে ধরবে ম্যাজিশিয়ানরা। এর পাশাপাশি পূর্ববর্তী সরকার কি কাজ করেছে চলবে সেই তুলনাও, জানান মধ্যপ্রদেশে বিজেপির মুখপাত্র রজনীশ আগরওয়াল।
