গোটা রাজ্য জতুগৃহে পরিণত হচ্ছে! সরকারকে সমালোচনায় বিঁধলেন সুজন।
নজরবন্দি ব্যুরো: গোটা রাজ্য জতুগৃহে পরিণত হয়েছে। আজ কলকাতা মেডিকেল কলেজে আগুন লাগার পর এই মন্তব্য করলেন সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী।
এই আগুন লাগার ঘটনার প্রতিক্রিয়া জানতে গিয়ে সুজন চক্রবর্তীর বলেন, " এখন গোটা রাজ্য জতুগৃহে পরিণত হয়েছে। দেখভালের টাকা কার্যত লুট করা হচ্ছে। সরকার যেন বোঝে কী ভয়ংকর বিপদের মধ্যে বাংলা রয়েছে। কোনও দায়িত্ব নেই ওদের। রাজ্যটা শেষ করে দেবে।"
