Header Ads

তিতলির দাপটে ওড়িশা ও অন্ধ্র উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি। মৃত ৮


নজরবন্দি ব্যুরোঃ ঘূর্ণিঝড় তিতলি আছড়ে পড়েছে ওড়িশা ও অন্ধ্র উপকূলে। যার জেরে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দুই রাজ্যের উপকূলবর্তী এলাকার বহু মানুষ। সবচেয়ে বেশি খতিগ্রস্ত ওড়িশার গোপালপুর।

ঘূর্ণিঝড় তিতলি'র দাপটে এখনও পর্যন্ত আট জন মারা গিয়েছেন। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে ঘূর্ণিঝড়ের ফলে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি।অন্ধ্রপ্রদেশের পালাসা রেলস্টেশন ও ভিজিয়ানা গ্রাম ঘূর্ণিঝড়ের প্রভাবে তছনছ হয়ে গিয়েছে বৃহস্পতিবার। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওড়িশার গঞ্জাম জেলা। এ ছাড়াও ওড়িশার বেরহামপুরে মারাত্মক প্রভাব পড়েছে তিতলির। প্রভাব পড়েছে ভুবনেশ্বর ও পুরীতেও। 



Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.