Header Ads

পরের মাস থেকে আর দেখা যাবে না ২১ বছর ধরে চলা ধারাবাহিক 'সিআইডি'।


নজরবন্দি ব্যুরোঃ   টানা ২১ বছর চলেছিল 'সিআইডি' এসিপি প্রদ্যুম্ন, দয়া আর অভিজিতের রহস্য অভিযান আর টানটান উত্তেজনা এতদিন দর্শককে মাতিয়ে রেখেছিল এবার সেসব অতীত শোনা যাচ্ছে খুব তাড়াতাড়িই নাকি বন্ধ হয়ে যাবে 'সিআইডি' ধারাবাহিক

২৭ অক্টোবর নাকি 'সিআইডি'- শেষ এপিসোড দেখানো হয়েছে। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর। ধারাবাহিকের মূল চরিত্র ছিল এসিপি প্রদ্যুম্ন, দয়া আর অভিজিত্ এই তিনটি চরিত্রে অভিনয় করতেন শিবাজি সত্যম (এসিপি প্রদ্যুম্ন), আদিত্য শ্রীবাস্তব (অভিজিত্) দয়ানন্দ শেট্টি (দয়া) দীর্ঘ ২১ বছরের সময়কালে অনেক অভিনেতা এসেছেন, গিয়েছেন। কিন্তু এরা কেউই স্থায়ী হননি। প্রথম থেকে শেষ পর্যন্ত টিকে গিয়েছেন এই তিনজন



তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। কিন্তু এটুকু জানা গিয়েছে 'সিআইডি' তেমন টিআরপি পাচ্ছে না। তার চেয়ে অন্য ধারাবাহিক অনেক বেশি টিআরপি পায়। কিন্তু সৌজন্যবশত 'সিআইডি' দেখানো হচ্ছিল। স্লট অন্য কোনও ধারাবাহিককে দেওয়া হচ্ছিল না। অথচ সেই স্লটে অন্য ধারাবাহিক চললে মুনাফা হত অনেক বেশি। তাই শেষ পর্যন্ত নাকি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে কর্তৃপক্ষ। পরের মাস থেকে আর পর্দায় দেখা যাবে না এই ধারাবাহিক।


Theme images by lishenjun. Powered by Blogger.