স্টেট ব্যাঙ্কের ন্যুনতম ব্যালেন্স জরিমানায় এলো বদল। জেনে নিন, কি পরিবর্তন আনলো ব্যাঙ্ক।
নজরবন্দি ব্যুরোঃ অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স পরিষেবায় এবার বদল আনলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন নিয়মে জরিমানার পরিমাণে এসেছে বদল।
এসবিআই সূত্রে খবর, মেটো শহরে অ্যাকাউন্টে ৩০০০ টাকা ন্যুনতম ব্যালেন্স না থাকলে টাকা কাটা হবে। ঘাটতি ৫০ শতাংশ হলে কাটা হবে ১০ টাকা ও লাগু জিএসটি, ৫০-৭৫ শতাংশ হলে কাটা হবে ১২ টাকা ও নির্ধারিত জিএসটি, ব্যালেন্স তার চেয়েও কম হলে জরিমানা বাবদ কাটা হবে ১৫ টাকা ও জিএসটি।
শহরতলী শাখা গুলিতে অ্যাকাউন্টে ব্যালেন্স ৫০ শতাংশ কম হলে কাটা হবে ৭.৫০ টাকা ও নির্ধারিত জিএসটি, ৫০-৭৫ শতাংশ কম থাকলে জিএসটি সহ ১০ টাকা ও ৭৫ শতাংশের কম হলে জিএসটি সহ ১২ টাকা কাটা হবে।
গ্রামীন অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যালেন্স ৫০ শতাংশ কম হলে জিএসটি ও ৫ টাকা, ৫০-৭৫ শতাংশ ঘাটতিতে ৭.৫০ টাকা এবং জিএসটি ও ৭৫ শতাংশের কম ব্যালেন্স হলে ১০ টাকা ও জিএসটি কাটা হবে পেনাল্টি চার্জ। তবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না।
এসবিআই সূত্রে খবর, মেটো শহরে অ্যাকাউন্টে ৩০০০ টাকা ন্যুনতম ব্যালেন্স না থাকলে টাকা কাটা হবে। ঘাটতি ৫০ শতাংশ হলে কাটা হবে ১০ টাকা ও লাগু জিএসটি, ৫০-৭৫ শতাংশ হলে কাটা হবে ১২ টাকা ও নির্ধারিত জিএসটি, ব্যালেন্স তার চেয়েও কম হলে জরিমানা বাবদ কাটা হবে ১৫ টাকা ও জিএসটি।
শহরতলী শাখা গুলিতে অ্যাকাউন্টে ব্যালেন্স ৫০ শতাংশ কম হলে কাটা হবে ৭.৫০ টাকা ও নির্ধারিত জিএসটি, ৫০-৭৫ শতাংশ কম থাকলে জিএসটি সহ ১০ টাকা ও ৭৫ শতাংশের কম হলে জিএসটি সহ ১২ টাকা কাটা হবে।
গ্রামীন অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যালেন্স ৫০ শতাংশ কম হলে জিএসটি ও ৫ টাকা, ৫০-৭৫ শতাংশ ঘাটতিতে ৭.৫০ টাকা এবং জিএসটি ও ৭৫ শতাংশের কম ব্যালেন্স হলে ১০ টাকা ও জিএসটি কাটা হবে পেনাল্টি চার্জ। তবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না।