Header Ads

সানি লিওনের ছবি ঘিরে ফের বিতর্ক। পুড়লো ছবির পোস্টার।

নজরবন্দি ব্যুরোঃ পর্ন ছবি থেকে বেরিয়ে এসে বানিজ্যিক ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ কর‍্যে শুরু করেছেন সানি লিওন। জনপ্রিয়তাও পেয়েছেন যথেষ্ট। তবু পিছু ছাড়েনি তাঁর অতীত এবং বিতর্ক।


সানির পরবর্তী ছবি বীরমা দেবী ঘিরে এবার সৃষ্টি হল বিতর্ক। দক্ষিণ ভারতের গ্রুপ প্রো কর্ণাটক বৈদিকরা এরকম একটি ঐতিহাসিক ছবির মুখ্য চরিত্রে একজন পর্ণস্টারকে মানতে নারাজ। তারা হুমকি দিয়েছেন, সানি লিওনকে এই ছবি থেকে না সরালে তার ফল মারাত্মক হবে৷ ছবির পোস্টার জ্বালিয়ে দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন কর্ণাটকের এই সংগঠন।
Theme images by lishenjun. Powered by Blogger.