Header Ads

যৌন হেনস্থা ইসুতে সোনমকে এক হাত নিলেন কাঙ্গনা।

নজরবন্দি ব্যুরোঃ 'কুইন' ছবির পরিচালক বিকাশ বহলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে নানা-তানুশ্রী পর আবার বলিউড তোলপাড় করে তুলেছে কঙ্গনা।
তাঁর এই অবস্থান নিয়ে কটাক্ষ করেন অভিনেত্রী সোনম কাপুর যার পাল্টা জবাব দিয়েছেন কঙ্গনাওসোনম তনুশ্রী দত্ত-নানা পাটেকর ইস্যুতে সোনম কাপুর মুখ খোলেন কিন্তু কঙ্গনা-বিকাশ ইস্যুতে তাঁকে বলতে বলা হলে, সোনম কটাক্ষের সুরে বলেন, 'কঙ্গনাকে গুরুত্ব দেওয়াটা কখনও সমস্যার হয়ে পড়ে' 

আর এই কথাতে চটে লাল কঙ্গনা। কঙ্গনা বলেন, 'কঙ্গনাকে বিশ্বাস করা কঠিন বলতে কী বোঝাচ্ছেন সোনম?আমার মি টু স্টোরি যখন আমি শেয়ার করছি , তাখন ওঁকে কে অধিকার দিয়েছে তা বিচার করার? তাহলে সোনমের কাছে লাইসেন্স রয়েছে, কিছু মহিলাকে বিশ্বাস করার আর কিছু মহিলাকে বিশ্বাস না করার '

Theme images by lishenjun. Powered by Blogger.