Header Ads

ফের ধর্ষণ দিল্লিতে।এবার অভিযোগের তির এক মহিলার দিকে!‌


নজরবন্দি ব্যুরোঃ ফের রাজধানীতে ধর্ষণের অভিযোগ এবার অভিযোগের তির এক মহিলার দিকে!‌ এক মহিলাই অপর এক মহিলাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে দিল্লিতে গুরগাঁওয়ের বাসিন্দা ওই মহিলা সম্প্রতি নিজের চাকরি ছেড়ে দেন তাঁর ইচ্ছা ছিল নিজের একটি ব্যবসা খোলার সেই ব্যবসার জন্য এক অংশীদারের খোঁজ করছিলেন তিনি

তখনই রোহিত নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয় রোহিত নিজেকে আইটি কর্মী জানায় সে ওই মহিলাকে দিল্লির দিলসাদ কলোনির একটি ফ্ল্যাটে নিয়ে যায়অভিযোগকারী ওই মহিলার দাবি, ফ্ল্যাটে রাহুল নামে আর এক যুবক এবং ১৯ বছরের এক যুবতীও ছিল মহিলার অভিযোগ, সেখানেই তাঁকে প্রথম গণধর্ষণ করে রাহুল রোহিত তারপরেই ফ্ল্যাটে থাকা ওই যুবতী তাঁকে জোর করে অন্য একটি ঘরে নিয়ে যায় অভিযোগ, সেখানে 'সেক্স টয়' ব্যবহার করে জোর করে তাঁকে যৌন মিলনে বাধ্য করে ওই যুবতী সেই সঙ্গে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন ওই মহিলা


এখানেই শেষ নয় নির্যাতিতা ওই মহিলার অভিযোগ, এরপরেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে তাঁকে বাধ্য করত রোহিত রাহুল তাঁকে কার্যত দেহব্যবসায় নামানো হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই মহিলা সেই সঙ্গে ফ্ল্যাটে থাকা ওই যুবতীও ক্রমাগত তাঁকে শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ
কোনওরকমে সেখান থেকে পালিয়ে পুলিসের দ্বারস্থ হন নির্যাতিতা ওই মহিলা অভিযোগের ভিত্তিতে রাহুলকে গ্রেপ্তার করেছে পুলিস আর এক অভিযুক্ত রোহিত পলাতক 

Theme images by lishenjun. Powered by Blogger.