Header Ads

এবার কিভাবে খুব সহজে দেখবেন বেহালার পুজ, জানালো কোলকাতা পুলিশ।


নজরবন্দি ব্যুরোঃ   মাঝেরহাট সেতু ভাঙলেও একাধিক রাস্তা ধরে পৌঁছানো যাবে বেহালা সেখান থেকে সহজে ঠাকুর দেখা যাবে হরিদেবপুর ঠাকুরপুকুরে বৃহস্পতিবার লালবাজারে প্রকাশিত হয়েছে পুজো গাইড ম্যাপ সেই ম্যাপ অনুযায়ী গেলেই একাধিক বিকল্প পথে বেহালা অঞ্চলের ঠাকুর দেখতে পারবেন শহরবাসী
 পুজো গাইড ম্যাপেই দেখানো হয়েছে, কীভাবে টালিগঞ্জ সার্কুলার রোড হয়ে এন আর অ্যাভিনিউ হয়ে যাওয়া যাবে তারাতলা সেখান থেকে বেহালায় আবার টালিগঞ্জ সার্কুলার রোড থেকে বিএল সাহা রোড এস এন রায় রোড ধরে পৌঁছানো যাবে ডায়মন্ডহারবার রোডে আবার যাঁরা টালিগঞ্জের দিকে যাবেন, তাঁরা রায়বাহাদুর রোড ধরে পৌঁছাতে পারবেন টালিগঞ্জে

বি এল সাহা রোড থেকে রামমোহন রোড তার পর বীরেন রায় রোড ধরে পৌঁছানো যাবে বেহালা চৌরাস্তায় শখের বাজারের দিকে যাওয়ার জন্য রামমোহন রোড থেকে মতিলাল গুপ্ত রোড সন্তোষ রায় রোড ধরেও পৌঁছানো যায় ডায়মন্ডহারবার রোডে দেশপ্রাণ শাসমল রোড থেকে হরিদেবপুরের এম জি রোড হয়ে পৌঁছানো যাচ্ছে ঠাকুরপুকুরে 


যাঁরা গাড়ি করে যাবেন, তাঁরা জায়গামতো গাড়ি থামিয়ে দেখে নিতে পারবেন বেহালা ঠাকুরপুকুর অঞ্চলের বহু মণ্ডপ এছাড়াও মাঝেরহাট সেতুর পাশে বিকল্প রাস্তা তৈরি হয়ে গেলেও বেহালা যাওয়ার সমস্যা অনেকটাই কমবে

Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.