বঞ্চিত প্রাথমিক শিক্ষকদের অভিনব লড়াই! সরকার এবার বাধ্য হবে PRT স্কেল দিতে?
নজরবন্দি ব্যুরো: বিজয়া হয়ে গেছে, আবার বোধনের অপেক্ষা প্রায় ৩৪৭ দিন। ২০১৮ দুর্গাপুজো মরশুমে পিআরটি স্কেল আদায় করতে পারেননি রাজ্যের বঞ্চিত প্রাথমিক শিক্ষকরা। আর তাই আবার পথে নামার প্রস্তুতি শুরু করে দিলেন রাজ্যের ৬০ হাজারের বেশি প্রাথমিক শিক্ষক।
শিক্ষা দপ্তরের শীত-ঘুম ভাঙাতে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তবে এবারের প্রতিবাদ একটু অন্য ভাবে করতে চান তারা। আর তাই এবার শুধু ধর্না, মানব-বন্ধন, বিক্ষোভ কর্মসূচি করে থেমে থাকবেন না বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। প্রাথমিক শিক্ষক আন্দোলনের সাথী হচ্ছেন এবার অবসরপ্রাপ্ত বিচারপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।
তাদের মঞ্চে তুলে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছেন বঞ্চিত প্রাথমিক শিক্ষকরা। আগামী ২৯শে অক্টোবর পিআরটি স্কেল ছিনিয়ে আনার জন্য রাজ্য ব্যাপি সমস্ত প্রাথমিক শিক্ষক কে একজোট হতে আবেদন করা হয়েছে উস্থির তরফে। শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান বিক্ষোভ শুরু হবে দুপুর ২ টো থেকে। শিক্ষকদের মতে এটাই শেষ সুযোগ, কারণ আগামী নভেম্বর মাসে ২০ থেকে ২৬ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির এক কর্মীসভায় আপগ্রেডেশন স্কেল ঘোষণা করা হবে প্রাথমিক শিক্ষকদের বলে খবর।
তাই লড়াই এর সময় কমে এসেছে, সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে "আসুন সবাই মিলে ছিনিয়ে আনি প্রাইমারি টিচার্স স্কেল ওরফে PRT SCALE"
অন্যদিকে শহীদ মিনারের সমাবেশ ঘিরে প্রস্তুতি তুঙ্গে শিক্ষকদের! লেখা হয়েছে প্রচারমূলক কবিতাও।" চলো শহীদ মিনার " অমিত দত্ত
একদা গোটা ভারতবর্ষময়
যে বাঙ্গালী দেখায় পথ
সে আজ শুধুই পিছে পিছে রয়।
পথে নেমেই আসবে তোমার
শিক্ষকের ন্যায্য অধিকার ,
তাই এ পথে সামিল হতে শুধু
শিক্ষক-শিক্ষিকার সক্রিয় অংশ দরকার ।
চেতন ফিরে তাকাও গো
তোমরা আপন নয়ন মেলে
নীরব হয়ে থেকে শুধু কি অন্য
রাজ্য সম ন্যায্য বেতন পেলে।
এসো হে বন্ধু এসো সবে
দাঁড়াও তোমরা মোদের পাশে
সমবেত আন্দোলন-ই সফল হবে
তোমাদের মূল্যবান কাজের অবকাশে ।
থেকো না শুধু কূপমন্ডুপ হয়ে
গর্জে ওঠো সবাই একসাথে
সমবেত ন্যায্য আন্দোলন-ই
গড়বে P.R.T. স্কেল মোদের মাথে ।
ঘুমিয়ে যারা আছো এখনও ! জেগে ওঠো --
বেরিয়ে এসো বদ্ধ ঘরের কপাট খুলে,
ন্যায্য দাবীর আন্দোলনে সামিল হও
ভাবছো কি ? P.R.T. স্কেল এমনিতে-ই হবে বলে ?
শুধু হাত গুটিয়ে থাকলে বসে
তোমরা P.R.T. স্কেল পাবে না কেউ,
ন্যায্য অধিকারের আন্দোলনেই পাবে
উঠবে যখন-ই দিকে দিকে প্রতিবাদের ঢেউ ।
বাংলার মাটি বাংলার জল বাংলার জলবায়ু
বাঙ্গালী আবার জেগে উঠুক
হোক তাদের অজস্র পরমায়ু ।
