উৎসবে নিরাপত্তার দায়িত্বে শহরে থাকবে বাড়তি পুলিশ, বড় দায়িত্ব প্রশাসনের।
নজরবন্দি ব্যুরো: পুজোর দিনগুলিতে নিরাপত্তা দিতে প্রস্তুত কলকাতা পুলিশ। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, শহরজুড়ে থাকবে আঁটাসাটো নিরাপত্তা ব্যবস্থা।
লালবাজার সূত্রে খবর, পঞ্চমী থেকে প্রতিমা নিরঞ্জন-পর্ব পর্যন্ত মহানগরের নিরাপত্তার দায়িত্বে থাকবে আট হাজার পুলিশ কর্মী। আয়োজন থাকবে ট্রমা কেয়ার ইউনিট, মিসিং পার্সন স্কোয়াড সহ মোবাইল অ্যাসিস্টেন্ট বুথের।
শহরে সদ্য ঘটে গিয়েছে বড় মাপের আগুন লাগার ঘটনা। এর পাশাপাশি কিছু দিন আগে বিস্ফোরণের মতন ঘটনা ঘটেছে। নাশকতার ষড়যন্ত্র উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। পুজোয় উপযুক্ত নিরাপত্তা দান তাই কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।