সাতপাকে বাঁধা পড়তে চলেছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা।
নজরবন্দি ব্যুরোঃ সাত বছরের প্রেম অবশেষে গড়াল বিয়ের সানাইয়ে। বছরের শুরুতে সাতপাকে বাঁধা পড়তে চলেছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা। এমনই খবর ছেয়ে গিয়েছে টলিপাড়ায়। তবে গুঞ্জন নয়। নিজের মুখে বিয়ের খবর পেড়েছেন খোদ নায়ক।
সম্প্রতি এক সাক্ষাত্কারে অঙ্কুশ জানান, " নায়ক বলে চল্লিশের কোটায় বিয়ে করতে হবে, এই লজিকে আমি বিশ্বাসী নই। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সঠিক সময়ে মাথায় টোপর পড়ব। আর সেই সময়টার জন্য বেশী দেরী করতে চাই না। ইচ্ছা আছে আগামী বছর সেটেল করার"।
