Header Ads

সোমবার পর্যন্ত আস্থানাকে গ্রেপ্তার নয়, নির্দেশ আদালতের।

নজরবন্দি ব্যুরোঃ ঘুষকান্ডে অভিযুক্ত সিবিআই স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা সিবিআই-এর পদক্ষেপকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যান। সেই মামলায় আদালতের নির্দেশ, আগামি সোমবার পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না আস্থানাকে।


দিল্লি হাইকোর্টে বিচারপতি রাজেশ মেনন ও ভি কে রাওয়ের এজলাসে মামলা উঠলে রাকেশ আস্থানার আইনজীবী বলেন, মইন কুরেশি মামলায় যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল সে-ই এখন অভিযোগ করছে। আর তার অভিযোগের ভিত্তিতেই এফআইআর করা হয়েছে আস্থানার বিরুদ্ধে। কিন্তু যথার্থ অনুমতি ছাড়া যে কোনো তদন্ত অবৈধ। পাল্টা সিবিআই আইনজীবীর বক্তব্য অনুযায়ী, রাকেশ আস্থানার বিরুদ্ধে ষড়যন্ত্র, তোলাবাজি, জালিয়াতি সহ একাধিক অভিযোগ যোগ করা হবে৷

আগামি সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। দুপক্ষের বক্তব্য শুনে বিচারক নির্দেশ দেন, আগামি সোমবার পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না আস্থানাকে। তবে তার মোবাইল, ল্যাপটপ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
Theme images by lishenjun. Powered by Blogger.