Header Ads

দরিদ্র মানুষের খিদে মেটায় নির্মল অ্যান্ড কবিতা ফাউন্ডেশনের 'ফুড এটিএম'।

নজরবন্দি ব্যুরোঃ দারিদ্র এরাজ্য তথা দেশের এক জ্বলন্ত সমস্যা। প্রতিদিন অসংখ্য মানুষ আধপেটা খেয়ে দিন কাটান। অসহায় দরিদ্র মানুষের খিদে মেটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো নির্মল অ্যান্ড কবিতা ফাউন্ডেশনের 'ফুড এটিএম'।
ফাউন্ডেশনের উদ্যোগে ১৭ সেপ্টেম্বর থেকে চালু করা হয়েছে একটি ফুড এটিএম। এখানে আপাতত শুকনো খাবার তুলে দেওয়া হয় দরিদ্র মানুষের হাতে। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ জন মানুষকে খাবার দেওয়া হয়। এই মহতি উদ্যোগে আরও বেশি মানুষকে সামিল হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্মল অ্যান্ড কবিতা ফাউন্ডেশনের উদ্যোক্তারা। সাহায্যের জন্য কিছু যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে- 9231852130,


৮৪২০৬০২৫৯৯, ৯০৭৩৩৪২৪৪৩। এছাড়া পেটিএম-এর মাধ্যমেও পাঠানো যাবে সাহায্যের অর্থ। পেটিএম নম্বর- ৯২৩১৮৫২১৩০, ব্যাঙ্ক- ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নম্বর- ০৬২৩০৫০০১৩৫৬৩, আইএফএসসি কোড- UTBIOPAIO46, Pailan Branch.
Theme images by lishenjun. Powered by Blogger.