এবার নানা ও গণেশ আচারিয়ার বিরুদ্ধে থানায় গেলেন তনুশ্রী।
নজরবন্দি ব্যুরোঃ
নানা-তনুশ্রী কাণ্ড এবার গড়াল থানা পর্যন্ত। বলিউড অভিনেতা নানা পাটেকর ও কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।
শনিবার মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।শনিবার ওশিয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করার কয়েক ঘণ্টা আগে যৌন হেনস্থা কাণ্ডে নীরবতা ভাঙেন নানা পাটেকর। গোটা ঘটনাকে মিথ্যা বলে দাবি করেন এই অভিনেতা। বলেন, ''মিথ্যা মিথ্যাই থাকবে।''