Header Ads

তর্পনে তৃণমূলের অপশাসন থেকে বাংলার মানুষের মুক্তি চাইলেন মুকুল রায়!

নজরবন্দি ব্যুরোঃ একদা যে দলকে নিজের হাতে হামাগুড়ি দেওয়া থেকে দৌড়াতে শিখিয়েছিলেন সেই দলকেই চির বিসর্জন দেওয়া তাঁর এখন একমাত্র লক্ষ, তিনি মুকুল রায়।
আজ মহালয়া, এই মহালয়ার দিনকেও তিনি বেছে নিলেন তৃণমূলের বিসর্জনের জন্যে। উত্তর চব্বিশ পরগণার হালিশহরের বাঁধাঘাটে আজ তর্পন করেন মুকুল রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির বহু নেতা কর্মী।

 সেখানেই মুকুল রায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন "বাংলায় মানুষ তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি চাইছে বাংলায় তৃণমূল ২০টা আসন পাবে না লোকসভা ভোটে।, বাংলার মানুষকে মুক্তির পথ দেখাবে বিজেপি।"
Theme images by lishenjun. Powered by Blogger.