নির্বাচন ঘিরে চূড়ান্ত নাটক সবুজ-মেরুনে। মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন অঞ্জন মিত্র!
নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘদিনের বন্ধুত্ব। তাতে সত্যিই ফাটল ধরেছিল। বার্ষিক সাধারণ সভায় টুটু বসুকে চরম অপমানিত হতে হয়েছিল।
জবাবটা নির্বাচনেই দিতে চেয়েছিলেন টুটুবাবু। কিন্তু তা আর হল না। বিনা যুদ্ধেই মোহনবাগান সচিব পদে জিতে গেলেন টুটু বোস। বুধবার আরেক সচিব পদপ্রার্থী অঞ্জন মিত্র মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন।
শোনা যাচ্ছে, শাসক গোষ্ঠীর প্যানেলে শৈলেন্দ্রনাথ ঘোষ এবং শুভাশিস পালও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এদিনই ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন। আর সেই দিনেই বাগান নির্বাচন নিয়ে দেখা গেল এই চূড়ান্ত নাটক।
