Header Ads

আজ মহালয়া।সূচনা হল দেবীপক্ষের।


নজরবন্দি ব্যুরোঃ আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হল দেবীপক্ষের বছর সোমবার সকাল ১০.‌৪৮ মিনিটের পর থেকে মঙ্গলবার সকাল .‌১০ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে
ফলে টানা দুদিন তর্পণ করা যাবে কলকাতা এবং জেলাগুলিতেও সবাই পিতৃপুরুষকে জলদানের উদ্দেশ্যে তর্পণ শুরু করেন গঙ্গার ঘাটগুলি তো বটেই এদিন রাজ্যের অন্যান্য নদীর তীর এবং বিভিন্ন পুকুর ঘাটেও চলছে তর্পণ কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন

পাড়ে পাড়ে প্রচুর সংখ্যায় পুলিসকর্মী মোতায়েন ছাড়া চলছে জলপুলিসের টহলদারি এছাড়া ড্রোনের মাধ্যমেও নজরদারি চালাচ্ছে পুলিস প্রশাসন শুধু এ রাজ্যে নয়, মহালয়ায় পিতৃতর্পণ করছেন অন্যান্য রাজ্যের বাসিন্দারাও গঙ্গা, যমুনা, গোদাবরী, নর্মদার তীরে তীরে চলছে পিতৃপুরুষকে জলদান পাটনা, বারাণসী, এলাহাবাদ, রাজামুন্দ্রির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাটে চলছে তর্পণ


দেবীপক্ষের সূচনার সঙ্গেই নবরাত্রির পুজো শুরু হয় দেশের অন্যান্য প্রান্তে  মঙ্গলবার নবদুর্গার প্রথম রূপের পুজো চলছে তারও প্রস্তুতি

Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.