Header Ads

রাষ্ট্রসংঘরের পরিবেশ সংক্রন্ত সর্বোচ্চ সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী।


নজরবন্দি ব্যুরোঃ চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, রাষ্ট্রসংঘরের পরিবেশ সংক্রন্ত সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন প্রধানমন্ত্রী তাঁর হাতে 'চ্যাম্পিয়ন অফ দি আর্থ' পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রসংঘের মহা সচিব অ্যান্তোনিও গুতেরেস
পরিবেশ সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য কাজ করার জন্যই এই পুরস্কার তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উক্ত বিষয়ে এটিই সর্বোচ্চ সম্মান হিসাবে গণ্য হয় মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফরে এসেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।


বছর দুয়েক পর এদেশে আসছেন তিনি। এদেশে এসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বসার কথা রয়েছে তাঁর। এরই মাঝে বুধবার প্রধানমন্ত্রীর হাতে এই সর্বোচ্চ সম্মান তুলে দেবেন তিনি। কেবল ভারতের প্রধানমন্ত্রীই নন। একই কাজের জন্য এই পুরষ্কার পাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রোও।

Theme images by lishenjun. Powered by Blogger.