আই লিগ জয়ে লাল হলুদে এলো মেক্সিকান ঘোড়া। যুদ্ধ এবার আরো জোড়ালো।
নজরবন্দি ব্যুরোঃ আই লিগে ঢাকের কাঠি পড়ে গেছে। সাজ সাজ রব ফুটবল ক্লাব গুলিতে। যুদ্ধের প্রস্তুতি মরসুমে নিজেদের শক্তি বৃদ্ধি করতে নতুন বিদেশীকে সই করালো লাল হলুদ।
মঙ্গলবার বিকেলে অফিসে গিয়ে সই করে খাতায় কলমে ইস্টবেঙ্গলের যোদ্ধা হলেন মেক্সিকান স্ট্রাইকার ইনরিকে ইসকুইদা। মেডিক্যাল টেস্ট না হওয়ায় এতদিন আটকে ছিল সইপর্ব। অবশেষে সেই কাজ সম্পন্ন হল।
প্রসঙ্গত, সদ্যই মালএশিয়া থেকে প্রস্তুতি শিবির শেষ করে ফিরেছে আলেজান্দ্রো মেনেনডেজ-এর দল। আগামি ২৭ অক্টোবর, নেরোকা এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আই লিগ যাত্রা শুরু করবে ইস্টবেঙ্গল। তার আগে সব দিক থেকে আঁটোসাটো লড়াইয়ের প্রস্তুতি নিতে ব্যস্ত লাল হলুদ শিবির।
মঙ্গলবার বিকেলে অফিসে গিয়ে সই করে খাতায় কলমে ইস্টবেঙ্গলের যোদ্ধা হলেন মেক্সিকান স্ট্রাইকার ইনরিকে ইসকুইদা। মেডিক্যাল টেস্ট না হওয়ায় এতদিন আটকে ছিল সইপর্ব। অবশেষে সেই কাজ সম্পন্ন হল।
প্রসঙ্গত, সদ্যই মালএশিয়া থেকে প্রস্তুতি শিবির শেষ করে ফিরেছে আলেজান্দ্রো মেনেনডেজ-এর দল। আগামি ২৭ অক্টোবর, নেরোকা এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আই লিগ যাত্রা শুরু করবে ইস্টবেঙ্গল। তার আগে সব দিক থেকে আঁটোসাটো লড়াইয়ের প্রস্তুতি নিতে ব্যস্ত লাল হলুদ শিবির।
