এখুনি জাতীয় দল থেকে অবসর নিক মেসি বললেন মারাদোনা! কিন্তু কেন বললেন?
নজরবন্দি ব্যুরোঃ রাশিয়া বিশ্বকাপে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ব্যর্থতাই ছিল তাঁর নিত্যসঙ্গী। তাই আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিকে আর দেখতে চাননা আরেক আর্জেন্টিনীয় কিংবদন্তি দিয়েগো মারাদোনা।
মেসির অবসরের কথা বলতে গিয়ে মারাদোনা বলেন, 'লোকের কথায় কান না দিয়ে মেসির এখনই অবসর নিয়ে ফেলা উচিত। সেটাই হবে সেরা সমাধান।'
কারণ হিসেবে দিয়েগো বলেছেন, 'আর্জেন্টাইন ফুটবলে পান থেকে চুন খসলেই সব দোষ এখন মেসির। অনূর্ধ্ব-১৫ দল হারলে সেই দোষটাও দেওয়া হয় মেসিকে। লিও-র উপর সবসময় চাপ আছে তা বলে অন্যায় ভাবে সব দোষ ওর উপর দেওয়া উচিত নয়। আমি তাই মেসিকে উপদেশ দেব, জাতীয় দল থেকে পাকাপাকি ভাবে অবসর নিতে।'
