ধর্ষণের চেষ্টা করা হয়েছিল আলিয়ার মা সোনি রাজদানকে! কি জানালেন তিনি?
নজরবন্দি ব্যুরোঃ #MeToo-র ঝড় আরও উত্তাল সোনি রাজদানের বক্তব্যে। অবশেষে ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন মহেশ ভাটের ঘরনিও! তাঁকেও নাকি শুরুতে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল, অভিযোগ আলিয়া ভাটের মায়ের।
এবিষয়ে সোনির দাবি, অভিযুক্তের প্রতি 'দয়া' দেখিয়েই নাকি তিনি এতকাল 'চুপ' করে ছিলেন!অভিনেত্রী সোনি রাজদানের কথায়, 'সিনেমার শ্যুটিংয়ের সময় ঘটনাটা ঘটেছিল। একজন আমায় ধর্ষণের চেষ্টা করে। তবে সে সফল হয়নি।' কে সেই ব্যক্তি? এ ব্যাপারে মুখ খোলেননি সোনি। ভয়ানক ওই ঘটনার পরও কেন তিনি পুলিসের কাছে অভিযোগ দায়ের করেননি? কারণ, সোনির নাকি মনে হয়েছিল পুলিসে অভিযোগ দায়ের হলে ওই ব্যক্তির পরিবারের ক্ষতি হতে পারে— 'আমি সেসময় মুখ খুলিনি তার একমাত্র কারণ আমি জানতাম আমি এনিয়ে মুখ খুললে ওই ব্যক্তিকে তো সমস্যায় পড়তে হবেই।
পাশাপাশি তাঁর পরিবার ও ছোট্ট সন্তান সমস্যায় পড়বে। সেসময় আমার মনে হয়েছিল যা হবার হয়েছে, আমায় যখন ধর্ষণ করতে পারেননি তখন আমার কোনও ক্ষতি তো হয়নি। সুতরাং বলে লাভ কী? তবে কেউ এমনটাও ভাববেন না যে লজ্জায় বা ভয়ে আমি মুখ খুলিনি। আমি ওই ব্যক্তির পরিবারের কথা ভেবেই চুপ ছিলাম। তাছাড়া, তখন পরিবেশ-পরিস্থিতিও অন্যরকম ছিল। সমাজ এত এগোয়নি। মহেশও এসব নিয়ে মুখ খুলতে বারণ করেছিলেন। তবে আমার মনে হয় না, আজ আমার সঙ্গে এধরনের ঘটনা ঘটলে এতটা মহানুভব হতে পারব।'
