Header Ads

পুজতেও হেলমেট পরা থেকে মিলবে না ছাড়। আগে থেকে জানিয়ে দিল কোলকাতা পুলিশ।


নজরবন্দি ব্যুরোঃ পুজোর সময় শহরে চলবে না হেলমেট ছাড়া বাইক চালিয়ে বেলেল্লাপনা। তাই পুজো শুরুর আগেই শহরবাসীকে সতর্ক করছে পুলিশ।
হেলমেট না থাকার কারণে দুর্ঘটনা ঘটলেই পুজো মাটি। পুজোর সময় যাতে দুর্ঘটনার জন্য কাউকেই হাসপাতালের বেডে শুয়ে থাকতে না হয়, তার জন্যই এই সতর্কতা বলে দাবি লালবাজারের। পুলিশ জানিয়েছে, পুজোর সময় ট্রাফিক পুলিশও সারা রাত ডিউটিতে থাকে। ওই সময় কোনও দুর্ঘটনা যাতে এড়ানো যায়, তাই এখন থেকেই বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে।

 কলকাতা পুলিশের পুজো গাইড ম্যাপেও করা হয়েছে প্রচার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সতর্ক করা হচ্ছে শহরবাসীকে, যাতে তাঁরা বাইক ও গাড়ি চালানোর সময় আইন মানেন। কারণ, পুজোর সময় ট্রাফিক আইন ভাঙলে কোনও ছাড় দেওয়া হবে না। 

পুজোর সময় বাইক ও স্কুটার আরোহীরা হেলমেট না পরলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক আইন অনুযায়ী জরিমানা করা হবে তাঁদের। এখন থেকেই মদ্যপান করে গাড়ি ও বাইক না চালানোর বিষয়েও সতর্ক করা হচ্ছে।


Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.