Header Ads

দুঃস্থ শিশুদের নতুন জামা দিয়ে পুজোর আনন্দ ভাগ করে নেয় 'কিশলয়'।

নজরবন্দি ব্যুরোঃ কোচবিহার জেলার এক ছোট শহর মেখলিগঞ্জ। সেখানেই জন্ম 'কিশলয়' নামে এক সমাজসেবী সংগঠনের। 'কিশলয়' এর গরীব দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর গল্প প্রকাশ্যে এলো এবার।
মেখলিগঞ্জের সমাজসেবী সংগঠন 'কিশলয়' বহু দিন ধরেই এলাকার গরীব মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। প্রতি বছর মহালয়ার দিন এলাকার ৬ থেকে ১৪ বছর বয়সী দুঃস্থ শিশুদের নতুন জামা বিতরণ করে এই সংগঠন। রাজ্যের আপামর মানুষের কাছে দূর্গাপুজো এক আনন্দ উৎসব। এই উৎসবের দিন গুলোতে যে সব শিশুদের নতুন জামা হয়না তাদের জামা দিয়ে পুজোর আনন্দ ভাগ করে নেয় 'কিশলয়'। ২০১১ সাল থেকে এই মহৎ কর্মযজ্ঞ চালিয়ে আসছে তারা। প্রতি বারের মতো এবছরও ৮ অক্টোবর মহালয়ার দিন নতুন জামা বিতরণ করা হবে সংগঠনের তরফ থেকে।
সমাজসেবী সংগঠন কিশলয়ের সম্পাদক শুভ চন্দ জানিয়েছেন, এই জনসেবা মূলক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন অর্থ। এলাকা তথা রাজ্যের মানুষকে কিশলয়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেও জানিয়েছেন শুভ বাবু।
Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.