রাজ্যবাসীর বাড়িতেই মদ পৌঁছে দেবে সরকার, মমতা কে টেক্কা ফরনবীশের।
নজরবন্দি ব্যুরোঃ মাঝে মাঝেই একটু আধটু মদ্যপান না হলে চলে না আপনার? কিন্তু প্রচলিত সংস্কার মানেন। তাই মদ কিনতে যেতে অস্বস্তি? সমাধান দিল মহারাষ্ট্র সরকার।
দেবেন্দ্র ফরনবীশের সরকার জানিয়ে দিল, এবার থেকে মদের হোম ডেলিভারি দেবে সরকার। এক্ষেত্রে বেশ কয়েকটি অ্যাপের সাহায্য নেবে রাজ্যের আবগারি দপ্তর। বুকিং এর সময় ক্রেতার বয়স, আধার নম্বর ও পরিচয় পত্র যাচাই করে তবেই অর্ডার নেওয়া হবে। এরপরেই আপনার পছন্দের মদ পৌঁছে যাবে আপনার দরজায়। প্রসঙ্গত, এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষনা করে, গ্রামে মদের দোকান খুলবে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন। সেই সিদ্ধান্তকে টেক্কা দিয়ে রাজ্যবাসীর বাড়িতেই মদ পৌঁছে দেওয়ার কথা ঘোষনা করলো মহারাষ্ট্র সরকার।
দেবেন্দ্র ফরনবীশের সরকার জানিয়ে দিল, এবার থেকে মদের হোম ডেলিভারি দেবে সরকার। এক্ষেত্রে বেশ কয়েকটি অ্যাপের সাহায্য নেবে রাজ্যের আবগারি দপ্তর। বুকিং এর সময় ক্রেতার বয়স, আধার নম্বর ও পরিচয় পত্র যাচাই করে তবেই অর্ডার নেওয়া হবে। এরপরেই আপনার পছন্দের মদ পৌঁছে যাবে আপনার দরজায়। প্রসঙ্গত, এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষনা করে, গ্রামে মদের দোকান খুলবে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন। সেই সিদ্ধান্তকে টেক্কা দিয়ে রাজ্যবাসীর বাড়িতেই মদ পৌঁছে দেওয়ার কথা ঘোষনা করলো মহারাষ্ট্র সরকার।