মুকুল রায়ের হাত ধরে গেরুয়া শিবিরে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক!
নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার ফরওয়ার্ড ব্লকে বড় ভাঙন ধরিয়ে দলের জেলা সম্পাদক নরহরি মাহাতো যোগ দিলেন বিজেপিতে।
এলাকা সূত্রে জানা গিয়েছে, দলের বিরুদ্ধে জমা একরাশ ক্ষোভ নিয়ে মুকুল-বাবুর হাত ধরে গেরুয়া শিবিরে প্রবেশ করলেন প্রাক্তন সাংসদ নরহরি মাহাতো। দীর্ঘ ১২ বছর ধরে তিনি ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা সম্পাদকের দায়িত্বে ছিলেন।